ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে প্রস্তুত তুরস্ক

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের মাধ্যকার চলমান সমস্যা সমাধানে তুরস্ক যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলোট ক্যাভাসুগলো। সমস্যা সমাধানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরণের কথা বলেতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব দ্বন্দ্ব ভুলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছি। তবে এখানে কোনো শর্ত ও হুমকি থাকতে পারবে না।   

এদিকে গত শুক্রবার তুরস্ক থেকে আমদানি করা অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর দ্বিগুণ শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

পরে এর পাল্টা জবাবে হিসেবে মার্কিন পণ্যের ওপর দ্বিগুণ শুল্কারোপ করে তুরস্ক। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী গাড়ি, অ্যালকোহল ও তামাক।

উল্লেখ্য, মার্কিন যাজককে সন্ত্রাসবাদ মামলায় বিচার ও বিভিন্ন কূটনৈতিক কারণে দুই ন্যাটো মিত্রের মধ্যে উত্তেজনা চলছে।

 

তথ্যসূত্র: আল-জাজিরা।

এমএইচ/ এসএইচ/