ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

জাবিতে সেলিম আল দীন জন্মজয়ন্তী উদযাপন শুরু

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এ আয়োজন করেছে। তিনি এ বিভাগের শিক্ষাগুরু ছিলেন।
সেলিম আল দীন জন্মজয়ন্তী উদযাপন কমিটি-২০১৮-এর আহ্বায়ক ইস্রাফিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এ সময় সেলিম আল দীন রচিত ‘গ্রন্থিকগণ কহে’ নাটক মঞ্চায়িত হয়।
আজ শুক্রবার একই সময়ে একই স্থানে ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে নাটক ‘পরী’ মঞ্চায়িত হবে।

সেলিম আল দীনের জন্মদিন ১৮ আগস্টে দিনজুড়ে নাটকের গান, শোভাযাত্রা, সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সেমিনার ও সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’ ও ‘কিত্তনখোলা’ মঞ্চায়িত হবে।
এসএ/