গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন তিন দিনের রিমান্ডে
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:১৮ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমণ্ডি এলাকার এক কফিশপ মালিক ফারিয়া মাহজাবিনকে (২৮) গ্রেফতারের পর তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দীকি এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন বলেন, আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়া মাহজাবিনকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষ থেকে জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ সকালে এ নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি ধানমণ্ডিতে একটি কফি শপ চালান। তাঁর স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। তিনি রাজধানীর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশুনা শেষ করছেন।
টিআর/