ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বিএনপির নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোটে জামাতকে রাখা হচ্ছেনা: ড. এমাজউদ্দিন

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪১ পিএম, ২ আগস্ট ২০১৬ মঙ্গলবার

বিএনপির নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোটে জামাতকে রাখা হচ্ছেনা, এমন বক্তব্য দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের অবস্থান থেকে সড়ে এসেছেন ড এমাজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে সকালে এক আলোচনায় সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যে জামাতকে থাকছেনা  বলে জানান তিনি। পরে একুশে টেলিভিশনকে বলেন, জামাতকে জোটে রাখা না রাখা নিয়ে সিদ্ধান্ত নেবে বেগম খালেদা জিয়া। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় জামাতকে নিয়ে জোটের এমন মনোভাবের কথাই বলেন বিএনপি সমর্থিত এ বুদ্ধিজীবী । বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচারের পরপরই  নিজের এই কথা থেকে সরে আসেন তিনি। দেন নতুন ব্যাখ্যা। বলেন, সম্প্রতি জোটের বিভিন্ন সভায় আর জামাতকে ডাকা হচ্ছে না। জামাতের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের স্বার্থেই তারা সিদ্ধান্ত নিবেন। জাতীয় স্বার্থ বিবেচনায় তারা কোনো প্রতিবন্ধকতা তৈরী করবেন না এমন প্রত্যাশাও করেন তিনি। তবে জোটে কে থাকবে বা না থাকবে তার চূড়ান্ত সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া নেবেন বলেও জানান তিনি।