ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

এবার উপস্থাপনায় পরীমনি

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

কোরবানির ঈদ উপলক্ষে প্রথমবারের মতো একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি এ পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন সেসব সিনেমার নায়কদের নিয়ে একটি অনুষ্ঠান নির্মাণ করেছে এসএ টিভি। অনুষ্ঠানের নাম ‘আমার নায়ক’।

এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে নায়ক উপস্থিত থাকবেন এবং পরীমনি নিজেই সঞ্চালকের ভূমিকায় থেকে নায়কদের সঙ্গে আলাপ করবেন। কথা হবে সেই সিনেমার নানা বিষয় নিয়ে।

অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জায়েদ খান, সায়মন সাদিক, রোশান, ইয়াশ রোহান ও কায়েস আরজু। অনুষ্ঠানটি এসএ টিভির ঈদ আয়োজনে প্রচার হবে।

এসএ/