ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

রাশিয়া-ফ্রান্স-জাপানে নতুন শ্রম বাজার সৃষ্টির উদ্যোগ(ভিডিও)

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

রাশিয়া-ফ্রান্স-জাপানে নতুন শ্রম বাজার সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া, খরচ কমিয়ে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধেও পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কর্মী পাঠাতে দূতাবাসগুলোর সমঝোতার দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভিসা ফি কমাতে হবে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। ভিটে-মাটি বিক্রি করে বিদেশে গেলেও, শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে দেশে ফেরেন কেউ কেউ।

দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা অনেকেই বলছেন, পর্যাপ্ত প্রশিক্ষণ, অতিরিক্ত ভিসা ফি আর দূতাবাসগুলোর সমঝোতার অভাবে অনেক ক্ষেত্রেই জনশক্তি রপ্তানিতে কাঙ্খিত সুফল মিলছে না।

বিশ্লেষকরা বলছেন, জনশক্তি বাড়াতে এ’ খাতকে শিল্প হিসাবে দেখতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলছেন, রাশিয়া-ফ্রান্স-জাপানে নতুন শ্রম বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে।  

এছাড়া, জনশক্তি রপ্তানি খাতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমানো হয়েছে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।