ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

‘মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান’

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সম্প্রতি এবিসি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইরান ও রাশিয়া ছাড়াও উত্তর কোরিয়া ও চীন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।  

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় নতুন করে এ হাস্যকর অভিযোগ তুলেছেন যখন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পেছনে রাশিয়ার হাত থাকার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর মার্কিন সংসদ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব সদস্য এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ জন সদস্য নির্বাচিত হবেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

 

এমএইচ/ এসএইচ/