ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বৃহত্তর চান্দভরাং বইয়ের মোড়ক উন্মোচন   

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

অ্যাডভোকেট হাফিজুর রহমান চৌধুরী কর্তৃক রচিত-“বৃহত্তর চান্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারসমূহের কুষ্ঠি ও আনুষাঙ্গিক এলাকাসমূহসহ গ্রামের সংক্তিপ্ত ইতিহাস” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।   

সম্প্রতি নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট সাহিত্য আসর‘র পক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অ্যাডভোকেট সাফি শাহ ফরিদীর পরিচালনায় বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল ফতেহ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মোট্রোপলিটন ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সহ-সভাপতি মো: বশিরুদ্দিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, মুহাম্মদ বশিরুদ্দিন, অধ্যাপক ডঃ তোফায়েল আহমদ, অ্যাডভোকেট হোসাইন আহমদ, এ টি এম সোয়েব, মোঃ আব্দুল ওয়াহাব, মাহমুদ আলী শিকদার, আজিজুল হক চৌধুরী ফয়েজ, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট এন আই এম মাছুম চৌধুরী, অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন, ইয়াকুতুল গনি ওসমানী, অ্যাডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, আং আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সাকি শাহ ফরিদী, ছবি চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট কানন আলম, অ্যাডভোকেট সৈয়দ কাওছার, আজির উদ্দিন, সারওয়ার কবীর, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট রানা, অ্যাডভোকেট শাহ সাহাদাত আলী, শাহ আশরাফুর রহমান, রেজুয়ানুল হক মাছুম প্রমুখ।

এসি