ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

ইতিহাসে অমলিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৪ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৬ এএম, ৪ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

ইতিহাসে অমলিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে সেই মহানায়কের দূর্লভ মুহুর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করাও ইতিহাস। সেই দুঃসাহসিক ফটোগ্রাফি যারা করেছেন তাদের স্মৃতিতে বঙ্গবন্ধু চির স্মরণীয়। ১৯৭৫-এর নৃশংস হত্যাযজ্ঞের পূর্ব পর্যন্ত প্রতিটি ছবি যেন এক- একটি ইতিহাস। যুদ্ধবিধ্বস্থ পোড়া মাটিতে লাঙল চষে সোনা ফলিয়েছেন, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন অন্ধকারে ডুবতে বসা একটি জাতিকে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরিবারের সদস্যদের মতোই তাকে খুব কাছ থেকে দেখেছেন পাভেল রহমান। পাহাড় সমান এ ব্যক্তিত্বের ছবি তুলে, দূর্লভ সময়গুলোকে ইতিহাসের ফ্রেমে বন্দী করেছেন। তার দৃষ্টিতে বঙ্গবন্ধুর সফেদ মন আর মানুষকে আপন করে নেয়ার প্রবল ক্ষমতা, খুব সহজেই স্বপ্ন দেখাতে পারতো। ’৭৫ এর পরে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ নিয়ে নানা জটিলতা অতিক্রম করতে হয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষিত আছে। এখন সময়ের দাবি, বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার।