ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

কোটা ইস্যুতে মতামত জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মতামত দিয়েছেন। আজ সোমবার বিকালে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এই মত দেন। তবে মতামতে তিনি কি বলেছেন, তা বলেননি।

মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের রায় নিয়ে সরকারের পক্ষ থেকে মতামত চাওয়ার প্রেক্ষিতে শনিবার এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, আমি শুধু রায়ের বিষয়ে মতামত দেবো। কিন্তু সিদ্ধান্ত নেবে তো সরকার।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।

প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি।

এরমধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গত ১৩ আগস্ট নিজ থেকেই কোটা নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

কোটা সংস্কার বা পর্যবেক্ষণে গঠিত কমিটির প্রধান শফিউল আলম ওই দিন বলেন, এ ব্যাপারে আমরা কমিটি প্রায় চূড়ান্ত করে ফেলেছি।

এসএইচ/