ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ইরানের নতুন যুদ্ধবিমান ‘কাওসার’

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

নিজ দেশে তৈরি নতুন যুদ্ধবিমান অবমুক্ত করেছে ইরান। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে বিমানটিকে প্রথম জনসমক্ষে আনা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নতুন এই বিমান অবমুক্তের খবরটি নিশ্চিত করে। নতুন এই বিমানটির নাম রাখা হয়েছে কাওসার।

এর আগে গত ১৮ আগস্ট শনিবার ইরানী বাহিনীতে এই বিমানটি যুক্ত হওয়ার বিষয়ে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতিমি।

বিমানটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা না গেলেও, সম্পূর্ণভাবে ইরানে তৈরি বিমানটি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম বলে দাবি ইরানের।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//