ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

কারামুক্ত অভিনেত্রী নওশাবা

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪৮ পিএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার

মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে নওশাবা মুক্তি পান।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, দুপুরে জামিনের পর নওশাবার আইনজীবীরা তার পক্ষে জামিননামা (বেইলবন্ড) দাখিল করেন। সেই জামিননামা বিচারক স্বাক্ষর করলে আদালতের ডেসপ্যাচ (আদান প্রদান) শাখা থেকে বিশেষ বাহকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাগজ হাতে পেয়ে কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেন।
এদিকে গতকাল দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নওশাবাকে জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে আইসিটি আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
পরদিন ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম নওশাবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ১০ আগস্ট তাকে আদালতে হাজির করে ফের রিমান্ডের জন্য আবেদন করে ডিবি পুলিশ। দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসএ/