ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

রোহিঙ্গাদের চোখের জলে ঈদ: দেশে ফেরার আকুতি

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৮:২১ পিএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

‘ঈদের নামাজ শেষে শুধু ইমাম, মৌলভীরা নয়, মসজিদে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। রাখাইনে আমরা কেউ বাব-মা ও বোনকে হারিয়েছি, আবার কেউ ভাই ও স্বজনকে হারিয়েছি। এখন আমরা নিরাপদে দেশে ফিরে যেতে চাই।‘

এ কথাগুলো বলছিলেন উখিয়া বালুখালী ক্যাম্পের একজন রোহিঙ্গা সদস্য।

এ রকম অনেক রোহিঙ্গা ঈদের নামাজ পড়তে এসে তাদের আকুতি প্রকাশ করেছেন। 

এ বছর বাংলাদেশে ঈদ করতে পারলেও গত বছর রোহিঙ্গাদের এ দিনটি কেটেছে আতঙ্ক এবং তাদের ওপর অমামনুষিক নির্যাচতনের মধ্যদিয়ে।

দেশটির সেনাবাহিনীর এ নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

আজকের ঈদের তাদের অন্যতম আকুতি হচ্ছে নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফিরে যাওয়া। এ জন্য তারা আল্লাহর দরবারে দো’য়া করেন।

এ সময় তারা বলেন,  একবছর হয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে এসেছি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক কোনও সংস্থা আমাদের নিরাপদ প্রত্যাবাসনে কোনও পদক্ষেপ নিতে পারেনি।

তাদের মধ্যে আব্দুর রফিক নামের একজন রোহিঙ্গা বলেন, ‘সেনাবাহিনীর বর্বর হামলার কারণে গত বছর কোরবানির ঈদের নামাজ আদায় করতে পারিনি। তবে বাংলাদেশে এসে অন্তত ভালো করে ঈদের নামাজটি আদায় করতে পেরেছি। তবে আমরা চাই নিরাপদে আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে। 

 

এমএইচ/ এসএইচ/