চট্টগ্রাম জেলা প্রশাসক নির্বাচিত হয়েছে দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক, শুভেচ্ছা জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৪ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ৪ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার
		চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতসহ পরিষদের নেতারা। সেসময় তারা মহালয়া উদযাপনের সময়, বোয়ালখালীর আশ্রমে পূজার্থীদের যাতায়াতের রাস্তা সুগম করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসককে।
 	
