ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪১ এএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

রাজধানীর লালবাগের আলিরঘাটে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে ৭টি এবং পরবর্তীতে আর ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস।

এবিষয় জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আগুনের ঘটনায় তদন্ত কমিটি করবে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

তারা জানান, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লস্টিক সামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল। এদিকে আগুনের পরপরই লালবাগ, ইসলামবাগ, আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
টিআর/