বেড়েছে নিরাপত্তা যন্ত্রাংশ বিক্রি, জনসচেতনতা ইতিবাচক, আতংকিত না হবার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:০৫ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার
সাম্প্রতিক সন্ত্রাসী হামলা আর জঙ্গিবিরোধী অভিযানের কারণে দেশে বেড়েছে নিরাপত্তা যন্ত্রাংশ বিক্রি। ব্যবসায়ী বলছেন, কেবল রাজধানীতেই বিক্রির হার বেড়েছে কয়েকগুন, বাড়ছে ব্যক্তি পর্যায়ের ক্রেতার সংখ্যা। নিরাপত্তা নিয়ে এ জনসচেতনতাকে ইতিবাচক বললেও, আতংকিত না হবার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের।
গুলশান-শোলাকিয়া হামলার ঘটনা, একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান; সাম্প্রতিক এসব ইস্যুতে আলোচনায় বারবার উঠে আসছে নিরাপত্তার প্রশ্ন। শপিংমল কিংবা স্কুল কলেজের মত প্রতিষ্ঠান ছাপিয়ে নিরাপত্তা নিয়ে সচেতন সাধারন মানুষও। যার ফলে বাড়ছে নিরাপত্তা যন্ত্রাংশ কেনার হার।
ব্যবসায়ীরা বলছেন, সিসি ক্যামেরা, আর হ্যান্ড মেটাল ডিটেক্টরের বিক্রি সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানগুলো কিনছে মেটাল গেট কিংবা লকডোরের মত নিরাপত্তা যন্ত্রাংশ।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ সচেতনতা ইতিবাচক; তবে অতিসচেতনতা থেকে যাতে আতংক না ছড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
যন্ত্রাংশের পাশাপাশি সামাজিক ভাবেও নিরাপত্তা সচেতন হবার পরামর্শ নিরাপত্তা বিশ্লেকদের।