ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-উত্তর কোরিয়া

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলো নিশ্চিতের পর আজ সন্ধ্যায় গতবারের রানার্সআপ উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গত ম্যাচে ইতিহাস গড়ে এশিয়ান গেমস ফুটবলে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে বাংলাদেশ। গত ম্যাচে কাতারের বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কাতারের বিপক্ষে ৯৩তম মিনিটে গোল করা অধিনায়ক জামাল ভুঁইয়া অনুশীলন শেষে বললেন,‘অনেকটা যুদ্ধের মতো ম্যাচ হবে। আমাদের আত্মবিশ্বাস আছে। কিন্তু খুব বেশি সুযোগ পাবো না। যেগুলো পাবো সেসব কাজে লাগাতে হবে।

এই ম্যাচ কঠিন হবে উল্লেখ করে কোচ জেমি ডে বললেন,‘কাতারের বিপক্ষে যা খেলেছি, তার থেকে বেশি ভালো করতে হবে। গোলের সামনে যদি আরেকটু প্রাণবন্ত, আরেকটু গোছানো ফুটবল খেলতে পারি, তাহলে আমাদের সুযোগ থাকবে।র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার জাতীয় দলের অবস্থান ১০৮তম আর বাংলাদেশ ১৯৪তম!

টিআর/