ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

সাইকেলে চড়ে দুই তরুণের মাদক বিরোধী প্রচারাভিযান

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

এবার বাই-সাইকেল চালিয়ে মাদকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু করেছেন খুলনার দুই তরুণ অভিযাত্রী শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম।‘সুস্থ জীবন গড়ি মাদককে না বলি’- এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ আগস্ট) দুপুরে খুলনার খানজাহান আলী (র.) সেতু (রূপসা সেতু) থেকে শুরু হয় এ প্রচারাভিযান।

জানা গেছে, এর আগেও ২০১৪ সালে ঠোঁট কাটা তালু কাটা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুই তরুণ বাংলাদেশের ৬৪ জেলা বাই-সাইকেলে ভ্রমণ করেছিলেন। এবারের মাদক বিরোধী প্রচারাভিযান শেষ হবে ভারতের কলকাতার হাওড়া ব্রিজে গিয়ে। শরিফুল ইসলাম হিরণ ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বরযাত্রীসহ সাইকেল চালিয়ে বিয়ে করে আলোড়ন তৈরি করেছিলেন।

হিরণ জানান, অ্যাপেক্স বাংলাদেশের সৌজন্যে মাদকবিরোধী সাইকেল প্রচারাভিযানে রূপসা সেতু থেকে শুরু করে যশোরের বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করবো। সেখান থেকে হাওড়া ব্রিজে গিয়ে প্রচারাভিযান শেষ হবে।

তিনি আরো বলেন, গাছ লাগানোর কোন বিকল্প নেই। এ কারণে মাদকেরবিরুদ্ধে প্রচারাভিযানের পাশাপাশি আমরা যেখানে যেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবো সেখানে সেখানে গাছ লাগাবো।

আরকে//