মিশরের সিনাই শাখার আইএস প্রধান বিমান হামলায় নিহত
প্রকাশিত : ০৩:১০ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১০ পিএম, ৫ আগস্ট ২০১৬ শুক্রবার
বিমান হামলায় মিশরের সিনাই শাখার আইএস প্রধান আবু দুয়া আল-আনসারি নিহত হয়েছে। হামলায় মারা গেছে আরো ৪৪ জঙ্গি।
মিশরের এল আরিশ শহরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির জানান, বিশেষ বাহিনীর বিমান হামলায় অনেকে আহত হয়েছে। এছাড়া, বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দেয়া হয়েছে বলে জানান তিনি। ২০১১ সাল থেকে সিনাই উপত্যকায় জঙ্গিরা থাকলেও ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর তারা সক্রিয় হয়ে ওঠে। এরপর তাদের হামলায় বহু প্রাণহানীর ঘটনা ঘটে।