ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের অর্ধেকই এতিম: সেভ দ্য চিলড্রেন

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের ৫০ শতাংশেরই বাবা অথবা মা নেই। তাদের প্রতি দু`জনের একজন মা অথবা বাবা হারিয়েছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।

শনিবার ঢাকায় এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণাটি প্রকাশ করে সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ারস বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এই শিশুরা এ মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাদের এই রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা কিংবা কোনো পরিবারের সদস্য ছাড়া এক নতুন অস্তিত্ব তৈরি করতে হয়েছে। ক্যাম্পের পরিবেশে এই শিশুরা পাচার, বাল্যবিয়ে ও অন্যান্য ধরনের নির্যাতনের বড় ঝুঁকিতে রয়েছে।

সেভ দ্য চিলড্রেন মিয়ানমারে সংঘটিত নিষ্ঠুর ও ইচ্ছাকৃত নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তির আহ্বান জানিয়েছে।

গবেষণায় বলা হয়, বর্তমানে কক্সবাজারে ক্যাম্পগুলোতে প্রায় ছয় হাজারের বেশি পিতৃ-মাতৃহীন রোহিঙ্গা শিশু বসবাস করছে। গবেষণায় ১৩৯টি অভিভাবকহীন শিশুর অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও ঝুঁকি সম্পর্কে পর্যালোচনা করা হয়। এ ছাড়া ৬১ শিশুর সাক্ষাৎকার নেওয়া হয়।

আরকে//