ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা উদ্ধার

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

দীর্ঘ আট দশক পর জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার খোঁজ মিলেছে। জার্মানির লুদউইগসাফেন শহরে খোঁজ পাওয়া ৫০০ কেজির এ বোমাটি এতোদিন তাজা ছিল।

গতকাল রোববার সৌভাগ্যবশত জার্মানির বোমা নিষ্ক্রিয়করণ দল এটি নিষ্ক্রিয় করে। এর আগে শহরের সাড়ে ১৮ হাজার মানুষকে তাদের বাড়ি ঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, বোমাটি মার্কিন সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিক্ষেপ করেছিল। গত সপ্তাহে শহরের একটি নির্মাণ কাজের জায়গায় এর সন্ধান মেলে। এর পর বোমা উদ্ধারের জায়গা থেকে চারপাশে এক হাজার মিটার দূরবর্তী অঞ্চলে থাকা মানুষদের বাড়ি ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 

লুদউইগসাফেন শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার বার্তার সঙ্গে বোমার ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যায়, মাটির নিচে চাপা পড়ে থাকা বোমাটি বেঁধে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও জার্মানি থেকে বোমা উদ্ধার করা হয়। গতবছর দেশটির ফ্রাঙ্কফুটে ‘ব্লকবাস্টার’ নামে ১৪০০ টন ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

একে//