ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১০% বরাদ্দের পরামর্শ বিশিষ্টজনদের

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৩:২৮ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

দেশের চিকিৎসাসেবায় আধুনিকায়ন এবং সাধারন মানুষের আস্থা অর্জনের জন্য স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১০ শতাংশ বরাদ্দের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা । সকালে রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটে স্বাথ্যসেবা সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এই পরামর্শ দেন তারা । ঢাকা ফোরামের আয়োজনে এই বৈঠকে বক্তারা স্বাথ্যখাতে বরাদ্দের ছেষট্টি শতাংশ ইউনিয়ন পর্যায়ে বিনিয়োগের কথা বলেন । এসময় দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে আধুনিক প্রযুক্তির পাশপাশি অভিজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন তারা । সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার কথা জানিয়ে বক্তারা বলেন ঠিকমত অর্থায়ন হচ্ছে তা যাচায়ে দরকার শক্ত নজরদারী। এছাড়াও ডাক্তার নিয়োগে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দাবী জানিয়ে দেশের বাইরে চিকিৎসা সেবা নেয়াতে নিরুৎসাহিত করেন বক্তারা।