ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আলোকচিত্রী শহীদুলের মুক্তির দাবি টিউলিপের

প্রকাশিত : ১০:০৪ এএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমান সরকারের আম‌লে শহিদুল আলমের আটক থাকা `খুবই উদ্বেগজনক। তাই অবিলম্বে এই পরিস্থিতির ইতি ঘটা উচিত` বলে মনে করেন টিউলিপ সিদ্দিক।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শহিদুল আলমকে আটকের ঘটনায় আন্তর্জাতিকভাবে অনেকেই নিন্দা জানিয়েছেন। আর এখন এই তালিকায় যুক্ত হলেন টিউলিপ সিদ্দিকও। এর আগে শহিদুলের কারামুক্তির আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ীরাও।

টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে।

টিউলিপের এই আহ্বানের বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লী‌গের কোনও শীর্ষ‌ পর্যায়ের নেতা মন্তব্য কর‌তে রা‌জি হন‌নি।

একে//