ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন জ্যামাইকা তালাওয়াশ

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৬:১১ পিএম, ৬ আগস্ট ২০১৬ শনিবার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফার ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপূর্ণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন জ্যামাইকা তালাওয়াশ। ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল স্কোর দাড় করায় জ্যামাইকা। ৪৪ বলে ১১ ছক্কায় ও ৩টি চারে সেঞ্চুরি করেন আন্দ্রে রাসেল। আর ২৩ বলে ১৯ রান করেন সাকিব্ধসঢ়; আল হাসান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই প্রথম ওপেনারকে হারায় ত্রিনবাগো। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে পরবর্তিতে বৃষ্টি আইনে ১২ ওভারে ১৩০ রানের লক্ষ্য পায় ত্রিনবাগো। সাকিব একাই নেন ৩ উইকেট ।