ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা: প্রাণ গেলো বাবা-ছেলের

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার

কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দু’জন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-বুড়িচং সড়কের সদর উপজেলার পালপাড়ার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪)।

দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩২) ও মেয়ে আফসানা (১২)। নিহত আমিনুল ইসলাম ঢাকার কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন শেষে ঢাকা ফেরার উদ্দেশে সকালে ব্রাহ্মণপাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে পরিবার নিয়ে বাস স্টেশনে যাচ্ছিলেন আমিনুল ইসলাম।

সদরের পালপাড়া মহেশপুর এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে চারজন গুরুতর আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

/ এআর /