ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কোর্টের ভিতরে পোশাক বদলালেন নারী টেনিস খেলোয়াড়!

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্র ওপেনে বিতর্ক। গরমের মধ্যে কোর্টের ভিতরেই পোশাক বদলে বিতর্কের জন্ম দিলেন তারকা খেলোয়াড়।

মার্কিন-মুলুকে এখন প্রবল গরম। মঙ্গলবার তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি ছিল। আর্দ্রতার মাত্রা ছিল ৫০ শতাংশ। পাঁচ জন পুরুষ খেলোয়াড় প্রবল গরমের জন্য খেলা ছেড়ে উঠে যেতে বাধ্য হন। প্রবল গরমের জন্য যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট কর্তৃপক্ষ ম্যাচের মাঝে ১০ মিনিটের বিরতির সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ফ্রান্সের খেলোয়াড় অ্যালাইজ করনেট ঘামে ভিজে যাওয়া পোশাক বদলে ফেলার জন্য প্রথমে কোর্টের বাইরে চলে যান। পোশাক বদলে যখন তিনি আবার কোর্টে ফেরেন, তখন করনেট বুঝতে পারেন উল্টো পোশাক পরেছেন।

এর পরে লকার রুমে না গিয়ে বেস লাইনের সামনেই করনেট পোশাক খুলে তা সোজা করে পরে নেন। ফরাসি খেলোয়াড়ের এমন কীর্তির জন্য চেয়ার আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের জন্য করনেটকে সতর্ক করেন। আম্পায়ারকে অবশ্য এর জন্য সমালোচনাও সহ্য করতে হয়েছে।

সূত্র: এবেলা

একে//