ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত : ০৮:১৭ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১১:১০ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে চলন্ত বাসের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ‘অনাবিল পরিবহন’ যাত্রী নিয়ে দ্রুতগতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি টাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার বাসযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়। বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে বলে জানান ওসি।

একে//