ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ঢাবিতে রোহিঙ্গাবিষয়ক সম্মেলন শুরু আজ

প্রকাশিত : ০৮:২৭ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:১৮ এএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রোহিঙ্গা : রাজনীতি, জাতিগত নিধন ও অনিশ্চয়তা’ শীর্ষক দু’দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে আজ দুপুর ২টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হবে।

সম্মেলনে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশ-বিদেশের অর্ধশত গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জিয়া রহমান। সম্মেলনে রোহিঙ্গা সমস্যাকেন্দ্রিক ভূ-রাজনীতি, নৃ-গোষ্ঠীর ওপর নির্যাতন, রোহিঙ্গা সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষিত, বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সমস্যা, পরিবেশ-প্রকৃতির ওপর প্রভাব, নারী ও শিশুবিষয়ক সমস্যা, রোহিঙ্গা সংকট নিরসনে গণমাধ্যমের ভূমিকা, অপরাধ ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এ সম্মেলন উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব হংকংয়ের সহযোগী অধ্যাপক মিজ কেলি লপার।

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাবির জাপান স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আবুল বারকাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ডেপুটি রিপ্রেজেনটেটিভ পাপা কিসমা সিলা। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ব্রুনাইয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
এসএ/