ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

২০ কোম্পানির ওষুধ এবং ১৪টি কোম্পানির এন্টিবোয়োটিক বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত : ০৬:১২ পিএম, ৮ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১২ পিএম, ৮ আগস্ট ২০১৬ সোমবার

মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির এন্টিবোয়োটিক বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গেল ১৫ই জুন ২০ কোম্পানিকে সব ধরনের ওষুধ এবং ১৪টি কোম্পানিকে এন্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেয় সর্বচ্চ আদালত। এরপরও বাজারে বিক্রি হচ্ছিল ঐ কোম্পানিগুলোর ওষুধ। গেল ৩১ জুলাই সংবাদপত্রের প্রতিবেদনসহ একটি সম্পূরক আবেদন নিয়ে আবারো হাইকোর্টে যায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আবেদনে ৩৪ কোম্পানির ওষুধ সরবরাহ ও বিক্রি বন্ধের পাশাপাশি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়। এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা লিমিটেড, সহ ২০ টি কোম্পানির ওষুধ বিক্রি বন্ধ করতে বলে হাইকোর্ট। একই সঙ্গে আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আলকাদ ল্যাবরেটরিজ লিমিটেড, বেলসেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ ১৪টি কোম্পানির এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না বলেও আদেশ দেয়। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক, ওষুধ প্রশাসনের পরিচালক ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাধরণ সম্পাদকসহ বিবাদীদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।