ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ফরিদপুরের আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা (ভিডিও)

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ফরিদপুরের বোয়ালমারি-আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে সরে গেছে দু’পাশের মাটি। ভাঙ্গা সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

দু’বছর আগে মধুখালীর মাঝকান্দি থেকে বোয়ালমারী হয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার অংশকে আঞ্চলিক মহাসড়ক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। গত মার্চে সড়ক প্রশস্ত করাসহ সংস্কার কাজ শুরু হলেও এখনো অর্ধেক কাজ বাকী।

রাস্তার নানা স্থানে খানাখন্দ। সরে গেছে দু’পাশের মাটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

সংস্কার কাজে ধীরগতিতে বেড়েছে ভোগান্তি।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণে জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের।