ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

প্রকাশিত : ১০:৫১ এএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৫১ এএম, ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার

অ্যান্টিগুয়ার তৃতীয় টেস্টে আজ মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে আছে সফরকারী ভারত। প্রথম টেস্টে ক্যারিবিয়দের ৯২ রানে হারিয়েছে বিরাট কোহলিরা। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হয়েছে ড্র। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। আর এই ম্যাচে জয় নিয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় ভারত।