ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩১ ১৪৩২

দুই প্রজন্মের চার নায়িকাকে নিয়ে ফ্রেমে বন্দি সিয়াম

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

দুই প্রজন্মের চার নায়িকাকে নিয়ে ফ্রেমে বন্দি হলেন সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নব্বই দশকে বাজিমাত করা নায়িকা শাবনূর-মৌসুমী এবং এ প্রজন্মের নুসরাত ফারিয়া ও পূজা চেরীকে নিয়ে একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন এই চিত্রনায়ক।

‘পোড়ামন ২’ খ্যাত এই অভিনেতা শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে একসঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে শাবনূর, মৌসুমী, নুসরাত ফারিয়া ও পূজা চেরীকে। আর তাদের সঙ্গে ছিলেন সিয়াম নিজেও। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সিয়াম লিখেছেন- ‘উফফফফ’।

ছবিটি প্রকাশরে পর বেশ সাড়া ফেলেছে। প্রায় ১২ হাজার লাইক ও ৫শ’র অধিক কমেন্ট পড়েছে এর নিচে।

এ নিয়ে সিয়াম জানান, ‘শুক্রবার, ৩১ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বাসায় একটি মিলনমেলার আয়োজন করা হয়। এক জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পারাজ ভাই, শাবনূর ও মৌসুমী আপাদের মতো অনেক তারকারা উপস্থিত ছিলেন। সেখানেই চার নায়িকাকে একসঙ্গে পেয়ে ছবিটি তুলেছি।’

তিনি আরও বলেন, ‘তারকারা খুব একটা সুযোগ পান না একসঙ্গে হবার। শাবনূর ও মৌসুমী আপাদের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের তিন শিল্পীর এই ছবিটি সোনালী স্মৃতি হবে একদিন।’

এসএ/