ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

শুভর নতুন সিনেমা ‘সাপলুডু’

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০১:৩৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

অভিনেতা আরিফিন শুভ। এক সময়ের ছোট পর্দার এই তারকা এখন বড় পর্দার মানুষ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ঢালিউডে জায়গা করে নিয়েছেন তিনি। ঢালিউডে তার অভিনীত সিনেমার সংখ্যা খুব একটা লম্বা না হলেও দর্শক প্রিয়তা অনেক। শুধু ঢালিউড নয়, কলকাতার সিনেমায়ও কাজ করেছে শুভ। এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেতা। গোলাম সোহরাব দোদুল এর পরিচালনা এবং চিত্রনাট্যে নতুন এ সিনেমার নাম সাপলুডু।

গতকাল রোববার বিকেলে নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শুভ।

এ বিষয়ে আরিফিন শুভ জানান, ‘সাপলুডু’ একটি অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা। গল্পটা দারুণ। আমার বেশ পছন্দ হয়েছে।

তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরে অ্যাকশন থ্রিলার গল্পের জন্য অপেক্ষা করছিলাম। চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পই আমার প্রথম পছন্দ। তা ছাড়া এ ধরনের সিনেমা, বিশেষ করে ঢাকা অ্যাটাক কিংবা মুসাফির সিনেমাতে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছি আমি। তাই দর্শকের কথা মাথায় রেখেই এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’

সাপলুডুতে শুভর নায়িকা হবেন বিদ্যা সিনহা মিম। এমনটি জানালেন শুভ নিজেই।

নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘আমার নতুন সিনেমার নাম ‘সাপলুডু’। এতে অভিনয় করবেন শুভ ও মিম। তবে শুভ ও মিম ছাড়াও রয়েছে বড় চমক। এটা জানার জন্য কিছুদিন সবাইকে অপেক্ষা করতে হবে। এই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন।’

এসএ/