ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৫ ১৪৩১

গোপনে অভিনেত্রীর সঙ্গে ডেট করছেন রবি শাস্ত্রী

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

বিরাট কোহলি-আনুশকা শর্মা, হরভজন সিং-গীতা বসরা, জহির খান-সাগরিকা ঘটকের কথা সবারই জানা আছে। ২২ গজ এবং রুপোলি পর্দার প্রেম, ভালোবাসা, বিয়ে নতুন কিছু নয়। এবার নতুন করে আরও এক জুটি আসছে এই তালিকায়।

শোনা যাচ্ছে, ‘এয়ারলিফ্ট’ অভিনেত্রী ‘নিমরত’ কউরের সঙ্গে নাকি ‘ডেট’ করছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, গত প্রায় ২ বছর ধরে নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন রবি শাস্ত্রী।

এদিকে বিরাট-আনুশকার বিয়ের ছবি দেখলে নাকি ছাদনাতলায় বসার ইচ্ছে হয় বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জহরের। তবে, বিয়ে করলে তিনি কারিনা কাপুর খানের সঙ্গেই সাতপাক ঘুরবেন বলেও জানিয়েছেন এই পরিচালক। যদিও কারিনাকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

সূত্র : জি নিউজ

এসএ/