ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

সড়কে শৃংখলা ফেরাতে ভ্রাম্যমান আদালত (ভিডিও)

প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

সড়কে শৃংখলা ফেরাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও কাজে আসছে না। বিভিন্ন জায়গায় সড়কের ওপরেই গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড। নিষিদ্ধ হলেও মহাসড়কে চলছে সিএনজি অটোরিক্সা। ট্রাফিক-পুলিশের বিরুদ্ধেও রয়েছে চাঁদাবাজির অভিযোগ। তবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, অবৈধ যান চলাচল বন্ধসহ সড়কে নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসন, বিআরটিএসহ বিভিন্ন সংস্থা প্রায় প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এরপরও সড়ক-মহাসড়কে ঠেকানো যাচ্ছে নৈরাজ্য। নিষিদ্ধ সত্ত্বেও মহাসড়কে চলছে অটোরিকশা। কোথাও কোথাও মহাসড়কের ওপরই ট্রাক টার্মিনাল। থামছে না যানবাহনের বেপরোয়া গতি। 

এসবের জন্য হাইওয়ে পুলিশসহ ট্রাফিক বিভাগকেই দুষলেন চালকরা। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন তারা ।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা

এদিকে পুলিশের দেয়া স্লিপের কারনে সড়কে শৃংখলা ফিরছে না বলে  মনে করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সব অনিয়ম বন্ধ করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের।