নুরু মন্ডলকে আইনের আওতায় এনে শাস্তির দাবী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতির
প্রকাশিত : ০২:১০ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:১০ পিএম, ১২ আগস্ট ২০১৬ শুক্রবার
দক্ষিন পশ্চিম অঞ্চলের ত্রাস নুরু মন্ডলকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মাহবুব রব্বানী।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মাদক ব্যাবসায়ী এবং নরী ও শিশু পাচারকারী হিসেবে তার নাম পুলিশের তালিকায় থাকা সত্তেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এলাকাবাসী এর প্রতিবাদ করায় তাদের উপর নানা অত্যাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবারকে নানা ভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে জানেিয় গোলাম মাহবুব বলেন, বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যে যানযট তা নুরু মন্ডলের সৃষ্টি। কাজেই অতি সত্তর তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবী জানান তিনি।