শুধু জাতীয় পরিচয়পত্র দিলেই মিলবে নতুন সিম
প্রকাশিত : ১০:৩৬ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৮ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এখন থেকে ক্রেতাকে নতুন সিম কেনার জন্য কোন কাগজের ফরম পূরণ বা নিজের ছবি দিতে হবে না। শুধু জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ, জন্ম তারিখ ও বর্তমান ঠিকানা দিয়েই সিম কেনা যাবে। সিম কেনার সময় ক্রেতার সঙ্গে জাতীয় পরিচয়পত্রটি রাখলেই চলবে।
এ বিষয়ে গ্রামীণফোনসহ দেশের অন্যান্য মোবাইলফোন অপারেটররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। গুলশানের জিপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার এই ব্যবস্থাটি গণমাধ্যমের কাছে তুলে ধরে গ্রামীণফোন।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক সিম বিক্রেতাকে শুধুমাত্র তার নাম, আইডি নম্বর, জন্মতারিখ, বর্তমান ঠিকানা ও আঙুলের ছাপ দেয়ার মাধ্যমেই নতুন সিম কিনতে পারবেন। এছাড়াও, গ্রাহককে গ্রাহক আবেদন পত্রও (এসএএফ) পূরণ করতে হবে না। এটি কাগজবিহীন সিম নিবন্ধন প্রক্রিয়া যেখানে গ্রাহকদের নতুন সিম কেনার জন্য ছবি কিংবা কোনো আইডি (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) দিতে হচ্ছে না।
আরকে//