ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ফরিদপুরের চরাঞ্চলে চিনা বাদামের বাম্পার ফলন (ভিডিও)

প্রকাশিত : ১০:৫১ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফরিদপুরের চরাঞ্চলে এ বছর চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে চরাঞ্চলের কিছু জমিতে পানি ঢুকে পড়ায় ক্ষতির শংকায় বাদাম সংগ্রহে ব্যস্ত কৃষক। ন্যায্য দাম পেতে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা।

ফরিদপুরে পদ্মার বুকে জেগে ওঠা চরাঞ্চলের প্রধান ফসল চিনা বাদাম। এবছর ডিক্রিরচর, নর্থ চ্যানেল, পাঙ্গাসের চরে চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে বাদাম তুলতে ব্যাস্ত কৃষক। কম সময়ে বেশি লাভ হওয়ায় দিন দিন চিনা বাদাম চাষে ঝুকছেন তারা।

এবছর বাদাম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার বাদামের উৎপাদন হবে ১০হাজার ৪শ’ ১২ মেট্রিকটন। তবে ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে কৃষক।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, চিনা বাদমের উৎপাদন বাড়াতে এবার ৬শ জন কৃষককে প্রনদনা হিসাবে ১০ কেজি বাদামের বীজ ও সার দেয়া হয়েছে।

আগামীতে চিনা বাদামের আবাদ বাড়াতে বীজ ও কৃষি ঋণসহ সরকারের সহযোগিতা কামনা করছেন জেলার বাদাম চাষীরা।