ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

বার্নিকাটের মোবাইল সেলফিতে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের ‘মায়ের দোয়া’ মোবাইল সেলফিতে এবার ফুটে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিমাখা মুখ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আয়োজিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বার্নিকাট। অনুষ্ঠান শেষে বিমানটি পরির্দশন করেন প্রধানমন্ত্রী। তখন তার সঙ্গে নিজের মোবাইলে সেলফি তোলেন বার্নিকাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসিমুখে তাকান মোবাইলের দিকে। সেখানে দেখা যায়, বার্নিকাটের মোবাইলের ব্যাক কভারে রিকশার ছবি আঁকা, আর লেখা ‘মায়ের দোয়া!’

সেলফি তোলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী। প্রধানমন্ত্রীকে ড্রিমলাইনারের একটি মডেল উপহার দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিমানের সঙ্গে যারা কর্মরত, প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। যেন কোনও বদনাম না হয়। আমাদের দেশের যেন সুনাম হয়। আমরা নতুন বিমান সংযোজন করছি। বিমান যেন ভালোভাবে চলতে পারে।

নতুন বিমানের নামকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যখনই নতুন বিমান এসেছে, চেষ্টা করেছি, তারই একটি নতুন নাম দিতে। আরও যে বিমানগুলো আসবে, সেগুলোরও নাম রাখা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভৌগলিক কারণে কক্সবাজার হাব হয়ে উঠবে। যোগোযোগ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের আকাশপথ, রেলপথ, সড়কপথ—সবগুলো যোগোযোগ ব্যবস্থা যেন উন্নত হয় সেজন্য আমরা বিশেষভাবে কাজ করে যাচ্ছি।

আরকে//