ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ট্রাফিক সচেতনতা কর্মসূচির ৩য় দিন আজ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সারাদেশে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের সঙ্গে কাজ করছে রোভার স্কাউট ও বিএনসিসি’র সদস্যরা। নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামালে দেয়া হচ্ছে মামলা। পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে পার হতে সহায়তা করছে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাফিক আইন অমান্য করায় জরিমানাও করা হচ্ছে পথচারীদের।

সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ট্রাফিক সচেতনতা নিয়ে এভাবে পুলিশের সঙ্গে কাজ করতে দেখা যায় রোভার স্কাউট ও বিএনসিসি’র সদস্যদের।

শুধু যানবাহনের চালকই নয়, সচেতন করা হচ্ছে পথচারীদেরও।

পাম্পেও হেলমেট ছাড়া মোটর সাইকেলের চালকদের জ্বালানি দেয়া হচ্ছে না।

আইন শৃঙ্খলা বাহিনী বলছে, বাস, মোটর সাইকেলের চালকরা আইন মানতে শুরু করলেও, বেগ পেতে হচ্ছে পথচারীদের ক্ষেত্রে।

রাজধানীতে লেগুনা চলাচল নিষিদ্ধ করা হলেও, চলতে দেখা গেছে ফার্মগেইট থেকে মিরপুর রুটে।

রাজধানীর ফার্মগেইটে জনসচেনতনার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। আইন না মানায় গাড়ীর চালকদের পাশাপাশি জরিমানা করা হয় পথচারীদেরও।

নির্দিষ্ট স্টপেজ ছাড়া গেট বন্ধ থাকার কথা থাকলেও তা মানছে না বিআরটিসিসহ বেশ কিছু বেসরকারি পরিবহন।