ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

হয় বেশি খেলো, নয় ব্যাট তুলে রাখ: ফেদেরারকে ক্যাশ

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা রজার ফেদেরার। ওপেনের চতুর্থ রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা মিলেনিয়ামের কাছে সহজ হারের পর ফেদেরারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই অনেকেই তাকে পরামর্শ দিচ্ছেন টেনিস ব্যাট ঘুচিয়ে রাখার। তাদের একজন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন প্যাট ক্যাশ।

এদিকে আরও কয়েক বছর আগেই ফেদেরার যুগের অবসান হয়েছে বলে আসছেন বেশ কয়েকজন টেনিস বোদ্ধা। তবে তাদের বোকা বানিয়ে দিয়ে ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের সামর্থ্যের প্রমাণ ২০টি গ্রান্ড স্লামজয়ী এ তারকা। তবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে সুবিধে করতে পারেনি ফেদার।

তাই অনেকেই বলছেন ৩৭ বছর বয়সী ফেদেরারকে অবশ্যই টেনিস ব্যাট তুলে রাখা উচিত। তবে অনেকেই বলছেন, নিজের স্বর্ণযুগ এখনো অতীত হয়নি তার। তারই প্রমাণ অস্ট্রেলিয়ান ওপেন। আর তাই প্যাট ক্যাশ বলেন, হয় ফেদেরারকে বেশি বেশি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে, নয় তাকে ব্যাট তুলে রাখতে হবে।

এমজে/