ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

২৪ কেজি সোনাসহ দোহারে আটক ৫ 

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

ঢাকার দোহার থেকে ২০৪টি স্বর্ণের বারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোহারের মৈনঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ভাষ্য, এসব সোনার ওজন ২৪ কেজির বেশি হবে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ ও ঢাকা দক্ষিণের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, পাঁচ ব্যক্তি বিপুলসংখ্যক স্বর্ণের বার নিয়ে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছে বলে গোপন খবর পাওয়ার পর র‌্যাব ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বারগুলো তারা ভারতে পাচার করতে যাচ্ছিলেন।

আটকদের বালাসোরে র‌্যাবের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও পুলিশ জানিয়েছে।  

এসি