ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

চট্টগ্রামে গণপিটুনিতে দুই ‘চোর’ নিহত

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রামের রাউজান উপজেলায় গণপিটুনিতে মোক্তার হোসেন (২০) ও সাইফুল ইসলাম (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে উপজেলার উনসত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোক্তার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে ও সাইফুল একই এলাকার হামদু মিয়ার ছেলে বলে জানা গেছে।

ওসি কেফায়েত উল্লাহ জানান, শুক্রবার ভোরে ওই এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল ওই দুই যুবক। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। তখন এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে ফেললে চোরেরা বাড়ির মালিককে অস্ত্র তাক করে বসে। বাইরে থেকে জনগণ বিষয়টি বুঝতে পেরে কৌশলে ঘরে ঢুকে দুই চোরকে ধরে ফেলে। পরে বাইরে বের করে তাদের গণপিটুনি দেয়। এর ফলেই তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।

একে//