ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত তামিমের

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

আসন্ন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টাইগারদের হয়ে হয়তো নামতে পারছেন না ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। অনুশীলনকালে ডান হাতের আঙ্গুলে চোট পাওয়ায় এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে এরইমধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

জানা গেছে, গত ২৯ তারিখ ফিল্ডিং অনুশীলন করার সময় ডান হাতের অনামিকায় চোট পান তিনি। এর আগে সুস্থ না হলে প্রথম ম্যাচ মিস করতে পারেন তিনি। কারণ এশিয়া কাপের বাকি রয়েছে আরও এক সপ্তাহ।

তার ব্যাপারে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তামিমের হাতে একটু চোট রয়েছে প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে আবার নাও পারে। তবে এখনো কিছু চূড়ান্ত নয়।
এদিকে আগেই থেকেই ইনজুরিতে রয়েছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ও সাকিব ছাড়াও ইনজুরিতে পড়েছেন পেসার নাজমুল হোসেন শান্ত। চোট সমস্যাজনিত কারণে বৃহস্পতিবার বিসিবি বাংলাদেশ স্কোয়াডে ১৬তম সদস্য হিসেবে মুমিনুল হককে অন্তর্ভুক্ত করে।

এমজে/