ঢাকা, শুক্রবার   ১৪ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩১

প্যারাগুয়েতে দূতাবাস বন্ধ করছে ইসরায়েল, খুলছে তুরস্ক

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্রের পরই তেলআবিব থেকে নিজেদের দূতাবাস সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করেছিল প্যারাগুয়ে। তবে নিজেদের ভুল বুঝতে পেরে ফের তেলআবিতে দূতাবাস পুনঃস্থাপন করেছে দেশটি। এর প্রতিবাদে লাতিন আমেরিকার দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েরের এমন পদক্ষেপের পরপরই প্যারাগুয়েতে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে তুরস্ক।

প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস ক্যাস্তিগ্লিওনি আজ (শুক্রবার) জানিয়েছেন, তার দেশের রাজধানী আসুনসিওনে দূতাবাস খোলার কথা জানিয়েছে তুরস্ক। বায়তুল মুকাদ্দাস থেকে তেল আবিবে দূতাবাস ফেরত আনার বিষয়ে প্যারাগুয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি সমর্থন জানাতে তুরস্ক এ পদক্ষেপ নিচ্ছে। এতদিন প্যারাগুয়েতে তুরস্কের কোনো দূতাবাস ছিল না; আসুনসিওন এবং আরেকটি শহরে কন্সুলেট অফিস ছিল।

প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট মারিও আবদো সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন যে, বায়তুল মুকাদ্দাস থেকে তার দেশের দূতাবাস তেল আবিবে ফেরত আনা হবে। এর আগে গত মে মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরিয়ে নেন।

সূত্র: পার্সটুডে
এমজে