ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সবচেয়ে অলস দেশ কুয়েত

প্রকাশিত : ০৫:০০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

পৃথিবীর সবচেয়ে অলস দেশ কুয়েত। দেশটির বেশিরভাগ নাগরিকই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরণের ব্যায়াম করেন না। বিশ্বের অলস দেশগুলোকে খুঁজে বের করতে সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা প্রকাশ পেয়েছে ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নালে। ওই জার্নাল থেকে আরও জানা যায়, বিশ্বের তৃতীয় অলস দেশ হলো সৌদি আরব।

গবেষণায় ১৬৮টি দেশের ১৯ লাখ মানুষের ওপর গবেষণা পরিচালিত হয়। গবেষণা বলা হয়, ২০১৬ সাল নাগাদ প্রায় এক-চতুর্থাংশ মানুষ সুস্থ থাকার জন্যে যথেষ্ট শরীরচর্চা করেন না। ফলে তারা বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছেন। এসব রোগের মাঝে রয়েছে ডায়াবেটিস এবং কিছু ক্যান্সার। যারা সপ্তাহে দুই বার অন্তত ৭৫ মিনিটের জন্য ভারী ব্যায়াম, ১৫০ মিনিটের মাঝারী মাত্রার ব্যায়াম বা দুটোর মিশ্রণে ব্যায়াম করেন তাদেরই পরিশ্রমী বলে তুলে ধরা হয়েছে। সমস্ত হিসাব-নিকাশে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে অলস দেশ কুয়েত। এখানে জনসংখ্যার ৬৭ শতাংশই যথেষ্ট ব্যায়াম করেন না। তৃতীয় অবস্থানেই রয়েছে সৌদি আরব। এদের মাঝে প্রবেশ করেছে আমেরিকান সামোয়ারা। আলস্যের ভিত্তিতে এখানে সেরা দশের তালিকাটা দেখে নিন-

শরীরচর্চায় সক্রিয় বা ‘অ্যাক্টিভ’ তাদেরকেই বলা হয় যারা সপ্তাহে দুই বার অন্তত ৭৫ মিনিটের জন্য ভারী ব্যায়াম, ১৫০ মিনিটের মাঝারী মাত্রার ব্যায়াম বা দুটোর মিশ্রণে ব্যায়াম করেন। দেখে নিন এই তালিকার সবচেয়ে অলস দশটি দেশ এবং সে দেশের শরীরচর্চায় নিষ্ক্রিয় (বা অলস) মানুষের পরিমাণ-

১. কুয়েত (৬৭ শতাংশ)

২. আমেরিকান সামোয়া (৫৩.৪ শতাংশ)

৩. সৌদি আরব (৫৩ শতাংশ)

৪. ইরাক (৫২ শতাংশ)

৫. ব্রাজিল (৪৭ শতাংশ)

৬. কোস্টারিকা (৪৬.১ শতাংশ)

৭. সাইপ্রাস (৪৪.৪ শতাংশ)

৮. সুরিনাম (৪৪.৪ শতাংশ)

৯. কলম্বিয়া (৪৪ শতাংশ)

১০. মার্শাল আইল্যান্ডস (৪৩.৫ শতাংশ)

অন্যদিকে দক্ষিণ এশিয়ার ৩৩ শতাংশ মানুষ অলস। যার মধ্যে পুরুষ ২৩ দশমিক ৫ শতাংশ, নারী ৪৩ শতাংশ। এই অঞ্চলে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান। এ অঞ্চলে সবচেয়ে সক্রিয় দেশ নেপাল, সবচেয়ে অলস ভারত।

সূত্র: ব্লুমবার্গ
এমজে/