ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

গাড়ি বোঝাই পর্যটকের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহ!(ভিডিও)

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৪৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

 

ক্রিমিয়ার ভিলনোহরক পার্কে একটি সিংহকে এক যাত্রী বোঝাই গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ার সময় ক্যামেরাবন্দী করা হয়েছে। সম্প্রতি এই দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হয়।

এর কয়েক সপ্তাহ আগে ওই পার্কেই আর একজন মহিলার ওপর অন্য একটা সিংহ লাফিয়ে পড়েছিল। টাইগান সাফারি পার্কের এই ঘটনা ক্যামেরাবন্দী করে পার্ক কর্তৃপক্ষ। পরে ইউটিউবে আপলোড করে দৃশ্যটি।

ডেইলি মেলের রিপোর্টে জানা গেছে গাড়িটা পার্কের মালিক ওলেগ জুবকোভই চালিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি “লায়ন হুইস্পার” নামেও পরিচিত।    

পর্যটকদের সকলেই সিংহটিকে শান্ত করে পোষ মানাতে দেখে হাসলেও একজন মহিলাকে ভয় পেয়ে গাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখা গেছে।

শনিবার ইন্টারনেটে ভিডিওটা শেয়ার হওয়ার পর থেকে প্রায় চার লাখের বেশি মানুষ ভিডিওটা দেখেছেন এবং কয়েকশো মানুষ সেখানে কমেন্ট করেছেন। টুইটারে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়ায় ভিডিওটাকে টুইটার মোমেন্টের স্বীকৃতি দেওয়া হয়েছে।

ভিডিও: https://youtu.be/LxO5Br9vY0U

সূত্র: এনডিটিভি

এমএইচ/ এমজে