ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নবাবগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত : ১১:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাতেও র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তরজার্তিক স্বাক্ষরতা দিবস পলিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে আম্রতলিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. পারুল বেগম।

এ সময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. শরিফ হোসেন,  ওহেদুজ্জামান, বেসরকারি সংস্থা কারিতাস আলো ঘর লাইট প্রকল্পের আঞ্চলিক ব্যাবস্থাপক মাইকেল মার্ডী, টেকনিক্যাল অফিসার  আলো ঘর প্রকল্পের প্রশান্ত রোজারিও  এরিয়া র্কো-অর্ডিনেটর বিরামপুর, যোগেশ হাসদা প্রমুখ।

ওই র‌্যালিতে আলোঘর প্রকল্পের শিক্ষার্থী সহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কেআই/ এমজে