পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের জন্মদিন আজ
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার
তাঁর পুরো নাম শোয়েব আখতার সাবেক পাকিস্তানি ক্রিকেটার। দ্রুতগতির বোলারদের মধ্যে সে সময়কার শীর্ষস্থানীয় বোলার ছিলেন সোয়েব। এ পাকিস্তানি পেসারের জন্ম রাওয়ালপিন্ডিতে ১৯৭৫ সালের ১৩ই অগাস্ট।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির ছোট্ট একটি শহরে জন্ম নেন শোয়েব আকতার। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী ছিলেন শোয়েব। বোলিংয়ে গতি তুলে ব্যাটসম্যানদের পরাস্থ করতেই বেশি পছন্দ করতেন তিনি। তবে তাঁর নান্দনিক বোলিংয়ের বিষয়টি আলোচনায় আসে ১৯৯০ সালে। ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান এ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝড়োগতির বোলিং ছত্রখান করে দিয়েছে বাঘা বাঘা ব্যাটসম্যানদের উইকেট।
১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। টেস্ট অভিষেকের চরা মাস পর ওয়ানডে ক্রিকেটেও যাত্রা শুরু করেন তিনি। ক্রিকেট ইতিহাসে ১৬১.৩ কিলোমিটার গতিতে বোলিং করে সেরা দ্রুতগতির বোলার হিসেবে নাম লেখান তিনি। শোয়েবের গতিময় বোলিংয়ের জন্য তাকে ডাকা হতো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে।
পাকিস্তানের অসংখ্য জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখা সোয়েব খেলেছেন ৪৬টি টেস্ট ম্যাচ। ৮২ ইনিংস খেলে নিয়েছেন ১৭৮ উইকেট। ম্যাচে চার উইকেট নিয়েছেন ১০ বার। আর ৫ উইকেট নিয়েছেন ১২ বার। ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ১৬৩ ম্যাচ। উইকেট নিয়েছেন ২৪৭টি। ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ৬ বার। আর ৫ উইকেট নেয়ার কৃতীত্ব দেখিয়েছেন ৪ বার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১১ সালে অবসর নেন শোয়েব আকতার।