ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

হ্যাকারদের কবলে শহিদ কাপুরের ইন্সটাগ্রাম

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:২৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

সাইবার ক্রাইম সর্বত্র। প্রতিদিন কেউ না কেউ সাইবার ক্রাইমের টোপে পা দিচ্ছেন। আমজনতা তো বটেই, সেলেব্রেটিদেরও ছাড় দেয় না হ্যাকাররা। কৃতি শ্যাননের পর এবার শহিদ কাপুরের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হল।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, পুত্রসন্তানের জন্মের পর স্বভাবতই খুশি এই বলিউড স্টার। তারই মধ্যে টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হল সম্প্রতি। তার অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনা কাইফের উদ্দেশ্যে বলা হয়েছে, `আই লাভ ইউ ক্যাটরিনা!`

জানা গেছে, ওই হ্যাকাররা আদতে তুরস্কের বাসিন্দা। শহিদ কাপুরের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনার প্রতি ভালোবাসা জানিয়েছেন অকপটে। আর সেখান থেকেই শুরু হয়েছে পানিঘোলা ও বিতর্ক।

শুধু প্রেম নিবেদনই নয়, ক্যাটরিনার `এক থা টাইগার` ছবির `মাশাল্লাহ` গান শেয়ারও করেছেন তিনি। অন্যদিকে, তুরস্কের সাইবার গ্রুপ আইলদিজ টিম থেকে রাজা আল্লাউদ্দিন নামে এক হ্যাকার শহিদ কাপুরের টুইটার হ্যাক করেছেন। তবে সেখানে বিতর্কমূলক কিছু পোস্ট করেননি ওই হ্যাকার।

আরকে//